Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৬:২০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৬:২২

বক্তব্য দিচ্ছেন শিমুল কুমার কুন্ডু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের আয়োজনে সদর উপজেলা হল রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান। কর্মশালায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণকরণ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস) স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।

বিজ্ঞাপন

কর্মশালায় টাঙ্গাইল সদর উপজেলার কোর রোড হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ১৮টি রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে কর্মশালায় প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়। যা পরবর্তীতে আরো যাচাই-বাছাই করে রাস্তাগুলো প্রকল্প আকারে বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর এ আলম, মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন, গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক মোখাখারুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় টাঙ্গাইল সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর