ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দুই কার্যদিবসের ন্যায় মঙ্গলবারও (০৪ নভেম্বর) মূল্য সূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে প্রায় ৭০ শতাংশের দর কমেছে। টানা পতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আগের কার্যদিবসের চেয়ে ২৪ পয়েন্ট দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এরপর থেকে সূচকের ওঠানামা চলতে থাকে। দিনভর সূচকের উত্থান-পতন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯ পয়েন্টে। যা সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছিল।
মঙ্গলবার ডিএসই-তে ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের কার্যদিবসে ছিল ৫১৮ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬২ কোটি ৪ লাখ টাকার বা ১৩ শতাংশ।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬টির। শতাংশ হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ১৪.১৪ শতাংশ। আর দর কমেছে ২৭৭টির। শতকরা হিসেবে মোট প্রায় ৭০ শতাংশের দর কমেছে। আর দর পরিবর্তন হয়নি ৬৩টির বা ১৫.৯১ শতাংশের।
অপরদিকে সিএসই-তে সোমবার ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ২৭টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১৩৪ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমেছিল।