Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে: মঞ্জু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৬:২৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৭:২৬

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

ঢাকা: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সবাই মনে করেন আমাদের নির্বাচনের দিকে সামনে যাওয়া দরকার, আলোচনায় বসলে সবাই এক কথা বলেন। কিন্তু প্রেসের সামনে এলেই নানারকম ‘নোট অব ডিসেন্ট’ দাখিল করেন, পিআর বা অন্যান্য দাবি তোলেন। তাই আমার মনে হয়, আমাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি আছে। আমাদের ঐক্য হয়নি। আমরা একটা রাজনৈতিক ক্রাইসিসের মধ্যে আছি।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনার বিষয় ছিল— ‘প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫: নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’।

বিজ্ঞাপন

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘‘বিএনপির মূল আপত্তি হচ্ছে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে। আমরা দেখলাম, জামায়াত পিআরের দাবি করছে। এনসিপি গণভোটের দাবি তুলেছে। কিন্তু বিএনপির প্রশ্ন— নোট অব ডিসেন্ট পূরণ হলো না কেন। তাহলে কি হলো, আমরা ঐক্যবদ্ধ হইনি।’

তিনি আরও বলেন, ‘আমরা যে দুটি বিষয়ে বিতর্ক করছি— গণভোট আগে হবে, না পরে— এগুলো মূল ইস্যু নয়। এখন সরকারের উচিত দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া, যাতে জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়।’

সভায় বক্তারা জাতীয় সনদ বাস্তবায়নে আন্তরিকতা, পারস্পরিক আস্থা ও রাজনৈতিক পরিপক্বতার ওপর জোর দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর