Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সাইট বন্ধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২১:৩১

বিটিআরসি ভবনে বৈঠকে আলোচকরা।

ঢাকা: ‘বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জুয়ার কার্যক্রম। এতে বিদেশে অর্থ পাচারসহ হুমকির মুখে পড়ছে তরুণ সমাজ। অনলাইনে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সাইট বন্ধে এখনই উদ্যোগ নিতে হবে। সেজন্য সবাইকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এতে মোবাইল ফোন, সিম কার্ড, এমএফএস অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ওয়েবসাইটের অপারেশনাল কার্যক্রম মনিটরিং’র বিষয়গুলোকে একটি পরিকাঠামোয় এনে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম স্থাপনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘অনলাইন প্রতারণা, জালিয়াতি ও জুয়া বন্ধে একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, সিম নাম্বার ও মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট-তিনটিকে সমন্বতিভাবে যাচাই করা হবে।‘

বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে জুয়ার বিজ্ঞাপন বন্ধে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক স্থিরতা বজায় রাখা, যুব সমাজের অবক্ষয় রোধ ও অর্থপাচার বন্ধে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন স্টেকহোল্ডাদের নিয়ে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। মোবাইল ইন্টারনেট ব্যবহার করে বেটিং সাইট ব্রাউজকারীকে শনাক্ত করাসহ এমএফএস অপারেটর যেসব অ্যাকাউন্টে লেনদেন সন্দেহজনক তা বিশ্লেষণ সাপেক্ষে ডাটাবেজ তৈরি করা হবে।’

বিটিআরসি, আইনপ্রয়োগকারী সংস্থা, মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকসহ সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, ‘জুয়া ও আর্থিক প্রতারণা শনাক্তে বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সাবস্ক্রাইবার ডাটা ভেরিফিকেশন প্ল্যাটফর্ম (এসডিভিপি) সিস্টেম তৈরির উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।’

মোবাইল সিম সংখ্যা কমিয়ে আনাসহ এনইআইআর সিস্টেম কার্যকর হলে জুয়া কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা জানান, অপারেটরগুলো তাদের নিজ নিজ কারিগরি সক্ষমতা অনুযায়ী ক্ষতিকর কনটেন্ট বন্ধ করছে। জুয়া, পর্নোগ্রাফি বন্ধে কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর