Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণের তথ্য গোপন রাখা নিয়ে প্রশ্ন আইএমএফ’র

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ০০:২৩

ঢাকা: বিগত সরকারের সময়ে বিশাল অংকের খেলাপি ঋণ গোপন রেখে নিয়মিত দেখানো হতো। তবে কোনো পরিদর্শক প্রকৃত সত্য প্রতিবেদন দিতে পারতেন না। সরকার পরিবর্তনের পর এই তথ্য ধীরে ধীরে সাম‌নে আস‌ছে। খেলাপি ঋণ কীভাবে গোপন রাখা হতো এবং কেন তা ব্যাংক পরিদর্শনে ধরা পড়েনি— এই বিষয়গুলো ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের নজরে এসেছে। তারা ব্যাংক পরিদর্শন প্রক্রিয়ার ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখছে।

মঙ্গলবার (৪ ন‌ভেম্বন) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফ সদস্যরা খেলাপি ঋণ বাড়ানোর নেপথ্যে কর্মকর্তাদের ভূমিকা ও আইনি দুর্বলতা পর্যালোচনার আহ্বান জানান। বৈঠকে খেলাপি ঋণের প্রকৃত চিত্র, ব্যাংক খাতের তারল্য সংকট ও ঋণ বৃদ্ধির কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে আইএমএফ জানায়, তাদের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী ২০২৬ সালের মধ্যে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নামানোর প্রতিশ্রুতি ছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতি উল্টো। সরকার পরিবর্তনের পর গোপন করা প্রকৃত তথ্য প্রকাশিত হলে দেখা গেছে, মাত্র একবছরে খেলাপি ঋণের পরিমাণ প্রায় চার লাখ কোটি টাকা থেকে বেড়ে সাড়ে ছয় লাখ কোটি টাকা হয়েছে। সরকারি ব্যাংকগুলোর খেলাপি হার ৪০ শতাংশ ছাড়িয়েছে, আর বেসরকারি খাতেও ঋণ হার ১০ শতাংশের ওপরে পৌঁছেছে।

সূত্র জানায়, ব্যাংকে খেলাপি ঋণ গোপন করার বিষয়টি রহস্যজনক। এতে সিস্টেমের দুর্বলতা বা কারচুপি দুটোরই ভূমিকা থাকতে পারে। যারা ব্যাংক ইন্সপেকশন করেছেন, তারা হয়তো দায়সারা পরিদর্শন করেছেন। আইএমএফ দ্রুত প্রকৃত কারণ জানাতে বলেছে।

সারাবাংলা/এসএ/পিটিএম
বিজ্ঞাপন

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত
৫ নভেম্বর ২০২৫ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর