Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিশেহারাদের স্বপ্ন দেখানো নলতা হাসপাতালের স্বপ্নই কি ভাঙছে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ০৮:০০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১০:৩৬

নলতা হাসপাতাল। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: হতদরিদ্র ভ্যানচালক আব্দুর রশিদ। একটি পা হারিয়ে যখন দিশেহারা, ঠিক তখনই তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় নলতা হাসপাতাল। সেখানে বিনা পয়সায় তার অপারেশন সম্পন্ন হয়। সংযোজন করা হয় কৃত্রিম পা। কালীগঞ্জের নলতা হাসপাতাল চিকিৎসা সেবায় এক যুগান্তকারী নাম। দীর্ঘ দুই যুগ ধরে হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠানটি আজ হুমকির মুখে।

জানা গেছে, ২০০০ সালে প্রতিষ্ঠিত নলতা হাসপাতাল গোটা কালীগঞ্জসহ বৃহত্তর সাতক্ষীরা অঞ্চলের হত-দরিদ্র মানুষের চিকিৎসার অন্যতম আশ্রয়স্থল। এই হাসপাতালের উদ্যোগে কয়েকশ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন, চক্ষু অপারেশন, মা ও শিশু পরিচর্যা, ঠোঁট কাটা রোগীসহ নানা রোগের সাধারণ ও তৃণমূল মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তা অব্যাহত আছে। এটি একটি চ্যারিটেবিল হসপিটাল। যা একটি ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-কানাডাসহ বিভিন্ন দেশের দাতাদের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার রোগী এখানে বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা সেবা পেয়েছেন, উপকৃত হয়েছেন। উল্লিখিত দেশগুলোর প্রখ্যাত চিকিৎসকরা নলতা হাসপাতলে এসে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিয়েছেন।

সূত্র জানায়, সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলে সওজ কর্তৃপক্ষ ওই হাসপাতালের একটি অংশ ভেঙে ফেলার জন্য চিহ্নিত করে। এতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল দরিদ্র মানুষ সর্বাত্মক চিকিৎসা সেবা পেয়ে আসছে। হাসপাতালটি সাধারণ মানুষের চিকিৎসার ভরসাস্থল।

কালীগঞ্জের আবুল কালাম সারাবাংলাকে বলেন, ‘নলতা হাসপাতালের সেবায় আমরা সন্তুষ্ট। দীর্ঘ ২৫ বছর হাসপাতালটি চিকিৎসার শেষ ভরসা হিসেবে কাজ করে আসছে।’ ফলে হাসপাতালটি রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

এদিকে সড়ক ও জনপদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, রাস্তা প্রশস্তকরণের সময় জনকল্যাণে নিয়োজিত কোনো স্থাপনা বা ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করা হবে না। এ থেকে অনুমান করা যায়, আপাতত হাসপাতালটি ভাঙার হাত থেকে রক্ষা পেতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর