Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর ২০২৫ ১২:৫২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৩:৫৯

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে তিনজন ফ্লাইট ক্রুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিমানটি বিমানবন্দরের কাছে বাণিজ্যিক এলাকা ও সড়ক অতিক্রম করে ছুটতে থাকে। এ সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

বিমানটিকে ইউপিএস ফ্লাইট ২৯৭৬ হিসেবে শনাক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধ্বংসাবশেষ থেকেও আগুন জ্বলছিল এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন জানান, আহতদের অনেকেই গুরুতর অসুস্থ। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

তবে, বিমানের ফ্লাইট ক্রুদের অবস্থা এখনো জানা যায়নি। কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করতে কাজ করছে।

এদিকে লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে। তবে তা নিয়ন্ত্রণে দ্রুতই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই দুর্ঘটনার তদন্ত করবে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। এতে সহায়তা করবে দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন।