Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি প্রতিক, সম্পাদক শিহাবুল

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৫:১৩

সভাপতি মিশকাত জাহির প্রতিক এবং সাধারণ সম্পাদক মো. শিহাবুল হাসান।

গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটি এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি হিসেবে কৃষি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশকাত জাহির প্রতিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিহাবুল হাসান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নওরিন নীরা, মো. নাফিজ মাহবুব; যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, জুবায়ের আহমেদ দুর্জয়, নুরুল ইসলাম সাগর; সাংগঠনিক সম্পাদক মো. দিন ইসলাম, সৌমিক অধিকারী দিগন্ত, জান্নাতুল আদনিন, সুরাইয়া সরকার কথা; কোষাধ্যক্ষ মো. মঈনুল আমিন, সুমাইয়া সুলতানা অন্যন্যা; অফিস সম্পাদক মালিহা ইসরাত, ফাহমিদা আক্তার নিপা; প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক শিতাব উল হোসেন নিপুন, স্বপনিল কুমার ঘোষ হ্দয়; মানবসম্পদ সম্পাদক নাফিসা আনজুম উর্মি, কাউসার আহমেদ কাব্বো, মো. নাসরাত মাসুদ; কার্যনির্বাহী সদস্য নূর হোসেন সরদার, সাবরিনা রাহমান আবনি, জোবায়ের আহমেদ শেফাত, প্রিতম বিশ্বাস তনয়, প্রত্তয় নন্দী, সুরজ কুমার রায়, তাসমিন আরা তমা, মো. আব্দুল্লাহ আল নোমান।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি মিশকাত জাহির প্রতিক বলেন, ‘আসলে আমি বিষয়টাকে দায়িত্ব হিসেবেই দেখি, কোনো পদবী হিসেবে না। ফটোগ্রাফিক সোসাইটি আমার নিজের একটা অংশের মতো, তাই কাজগুলো করতে গিয়ে আনন্দই পাই। প্রেসিডেন্ট হওয়াটা অবশ্যই ভালো লাগার, কিন্তু এর চেয়ে বড় ব্যাপার হলো এমন একটা জায়গা থেকে কাজ করার সুযোগ পাওয়া যেটা আমার নিজের ভালোবাসার জায়গা।’