ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের তিন কার্যদিবসের মতো বুধবারও (০৫ নভেম্বর) সূচকের পতন অব্যাহত রয়েছে। এতে ডিএসই’র সূচক চার মাস পর ৫ হাজারের নিচে নেমে এসেছে। কোনো কারণ ছাড়াই এভাবে টানা দরপতনে হতাশ হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা।
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৭ পয়েন্টে।
এর আগে সর্বশেষ চলতি বছরের ৮ জুলাই ৫ হাজারের নিচে ছিল ডিএসইএক্স। ওইদিন ডিএসইএক্স ছিল ৪ হাজার ৯৮২ পয়েন্ট। এই হিসাবে চার মাস পর আবার সূচকটি ৫ হাজারের নিচে নামল।
সর্বশেষ টানা চার কার্যদিবসের পতনের মধ্যে বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রোববার ৬ পয়েন্ট কমেছে।
বুধবার ডিএসই-তে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের কার্যদিবসে ছিল ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৯১ লাখ টাকা বা ৭ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০টির। সেই হিসেবে মোট ১৭.৫০ শতাংশের দর বেড়েছে । আর দর কমেছে ২৬৭টির বা ৬৬.৭৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬৩টির বা ১৫.৭৫ শতাংশের।
অপর দিকে সিএসই-তে বুধবার ২৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১২১টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০২৯ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমেছিল।