Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৬:১৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৭:০৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল।

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল।

বুধবার (৫ নভেম্বর) বুধবার দুপুর সাড়ে ৩টায় গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি সূত্র জানায়, সাক্ষাতের সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বাংলাদেশে গণতন্ত্রের অগ্রগতি ও মানবাধিকারের প্রতি নেদারল্যান্ডস সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর