বগুড়া: আনন্দ, ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
দুই দিনের এই উৎসবের সূচনা হয় কিট বিতরণের মধ্য দিয়ে। এরপর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এর আগে অ্যাকাডেমিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মেডিকেল কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
ডা. জাহিদুল ইসলাম ও ডা. রুনা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. শফিউল আলম বিটু। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এসময় আয়োজক কমিটির উপদেষ্টাদের মাঝে বক্তব্য দেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মু. মহসীন, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ডা. এম এ ওয়াহেদ।
আরও বক্তব্য দেন ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. আনিসুর রহমান, ডা. মোজাম্মেল হোসেন, ডা. মো. সারোয়ার হোসেন, ডা. শরীফুল ইসলাম, ডা. মুহম্মদ জহুরুল হক এবং কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম জহির।
দিনব্যাপি এই অনুষ্ঠানে গেট-টুগেদার, ব্যাচ বক্তব্য এবং স্মৃতিচারণ পর্বে হাসি, আবেগ ও পুরনো দিনের স্মৃতিতে ভরে ওঠে পরিবেশ। বিকেলে অনুষ্ঠিত হয় রোমাঞ্চকর ট্রেজার হান্ট, আউটিং ও মজার গেমস, যা তরুণ-প্রবীণ সবার মাঝে এনে দেয় নতুন উদ্দীপনা। বিকেলে জমে ওঠে সাংস্কৃতিক উৎসব। এসময় শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে মঞ্চ মাতিয়ে তোলেন তাদের সঙ্গীত, নৃত্য ও সৃজনশীল পরিবেশনায়।