Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জামায়াতের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:২৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফাইল ছবি

ঢাকা: নির্বাচনি কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেওয়া হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনার পর এই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারি সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর