Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি প্রার্থীকে গুলি নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২০:৩০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ২১:৫৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর পেছনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার দুরভিসন্ধি আছে কী না, এমন সন্দেহ করছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এর আগে, সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার হাজীপাড়া এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে হামলার শিকার হন এরশাদ উল্লাহ। তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া সরোয়ার হোসেন বাবলা নামে এক বিএনপি কর্মীও গুলিবিদ্ধ হয়ে ‍গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এর মধ্যে এ ধরনের ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক। যারা রাজনীতিকে অস্থিতিশীল করতে চাইছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে এ ঘটনায় তাদের হাত থাকতে পারে।’

বিজ্ঞাপন

আমীর খসরু মাহমুদ চৌধুরী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর