ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সংগঠক মুন্তাসির মাহমুদকে দল থেকে বহিষ্কার করেছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সাদিয়া ফারজানা দিনা সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে মুন্তাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এরপর ১৪ অক্টোবরের মধ্যে তিনি লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশনা পান। কিন্তু নির্ধারিত সময়ে কোনো ব্যাখ্যা না দেওয়ায় এবং পূর্ববর্তী ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে ও বারবার সতর্ক করা সত্ত্বেও নির্দেশ অমান্য করায় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব হোসেনের নির্দেশক্রমে মুন্তাসির মাহমুদকে দল থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হলো।