Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
হালান্ড-ফোডেনে ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিল সিটি

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ০৯:১৪

চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেল সিটিজেনরা

ধারণা করা হচ্ছিল, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খানিকটা পরীক্ষায় পড়তে হবে তাদের। অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটিকে অবশ্য কিছুইতেই বাগে আনতে পারল না জার্মান ক্লাবটি। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল ফোডেন ও আরলিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের পুরোটা জুড়েই ছিল সিটির দাপট। ২২ মিনিটে রেইডার্সের অ্যাসিস্টে স্বাগতিকদের এগিয়ে দেন ফোডেন। ২৯ মিনিটে ডকুর বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।

৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান ফোডেন। প্রথম গোলের মতো এই গোলেও অ্যাসিস্ট ছিল রেইডার্সের। ৭২ মিনিটে এক গোল শোধ করে ডর্টমুন্ড। অ্যান্টনেড় এই গোল শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

বিজ্ঞাপন

৩ গোলের লিড আবার ফিরে পায় সিটি ম্যাচের অন্তিম মুহূর্তে এসে। ৯১ মিনিটে চেরকির গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়েন তারা।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল সিটি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে আছেন ডর্টমুন্ড।

বিজ্ঞাপন

সারাদেশে তাপমাত্রা কমবে
৬ নভেম্বর ২০২৫ ১০:৪৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর