Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাঙ্গোলায় খেলার আগে টিকা নিতে হবে মেসিদের!

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১০:০৫

অ্যাঙ্গোলায় খেলতে যাচ্ছেন মেসিরা

নভেম্বরে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে যাবে অ্যাঙ্গোলায়, সূচি নিশ্চিত হয়েছে অনেক আগেই। অ্যাঙ্গোলার বিপক্ষে সেই ম্যাচের আগে অবশ্য একটা হ্যাপা পোহাতে হবে পুরো আর্জেন্টিনা স্কোয়াডকে। জানা গেছে, অ্যাঙ্গোলার মাটিতে মাঠে নামার আগে বিশেষ কয়েকটি টিকা নিতে হবে মেসিদের!

অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দায় আগামী ১৪ নভেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা-অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ।

আফ্রিকার ওই অঞ্চলের স্থানীয় রোগ থেকে রক্ষায় আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নিতে হবে একগুচ্ছ প্রতিরোধমূলক টিকা। বাধ্যতামূলক হলুদ জ্বরের টিকার পাশাপাশি আফ্রিকার ওই অংশে ভ্রমণকারীদের মোট সাত ধরনের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী, মধ্য আফ্রিকার দেশগুলোয় প্রবেশের আগে গ্রীষ্মমণ্ডলীয় নানা রোগের বিরুদ্ধে টিকা নেওয়া বাধ্যতামূলক। আর্জেন্টিনা দলের প্রত্যেক সদস্যকে পোলিও, হেপাটাইটিস এ, টাইফয়েড, কলেরা এবং মেনিনোকোকাল মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ঐচ্ছিকভাবে হেপাটাইটিস বি, টিটেনাস, ডিফথেরিয়া, ম্যালেরিয়া ও জলাতঙ্কের টিকাও নিতে পারবেন মেসিরা।

টিকা নেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। প্রথম খেলোয়াড় হিসেবে টিকা নিয়েছেন জিওভান্নি লো সেলসো। তিনি স্পেনে টিকা নেওয়ায় কোপা দেল রের ম্যাচের আগে রিয়াল বেটিসের শেষ অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
৬ নভেম্বর ২০২৫ ১২:৩৫

আমরণ অনশনে অনড় তারেক রহমান
৬ নভেম্বর ২০২৫ ১২:০৪

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর