Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের হোম জার্সির দাম কত?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১১:২৫

অ্যাডিডাস বাজারে এনেছে আর্জেন্টিনার বিশ্বকাপের নতুন জার্সি

লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তারা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এবার অ্যাডিডাস প্রকাশ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম জার্সি। লিওনেল মেসিদের নতুন এই জার্সি কিনতে কত টাকা খরচ করতে হবে সমর্থকদের?

২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে আছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও।

২০২৬ বিশ্বকাপে নতুন জার্সি পরেই খেলবেন মেসিরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ইতিহাস, উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে আর্জেন্টিনার এই নতুন জার্সির ডিজাইনে।

বিজ্ঞাপন

ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে তিনটি রঙের আকাশি নীলের ছোঁয়া, যা অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের জার্সি থেকে। পাশাপাশি জার্সিতে ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা। এই বছরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। জার্সির বুকের মধ্যে আছে সোনালি প্যাঁচ, যা ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

আর্জেন্টিনা জাতীয় দলের এই নতুন জার্সি উন্মোচনে প্রধান মডেল ছিলেন দেশটির জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে জার্সিটি পাওয়া যাবে।

সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলারে জার্সিটি কেনা যাবে। বাংলাদেশি টাকায় যা ১২ হাজার থেকে ২২ হাজার টাকা। খেলোয়াড় সংস্করণের জার্সিতে রয়েছে ক্লিমাকুল‍+ প্রযুক্তি, যা জার্সির ভেতরে বায়ু চলাচল ও ঘাম শোষণ আরও কার্যকর করে তুলবে।

বিজ্ঞাপন

জামিন পেলেন লতিফ সিদ্দিকী
৬ নভেম্বর ২০২৫ ১২:৪৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর