Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন লতিফ সিদ্দিকী

‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১২:৪৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

আব্দুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি

ঢাকা: ‎সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করে আদেশ দেন।

সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এর আগে, ২৯ আগস্ট ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাবি অধ্যাপক কার্জনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম।

‎অন্য আসামিদের মধ্যে ছিলেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তা বিরোধিতা করেন। শুনানি শেষে আজ আদালত জামিন মঞ্জুর করেন।

‎মামলার অভিযোগ অনুযায়ী, ২৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী উপস্থিত থেকে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করার এবং বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। বৈঠকে অংশ নেওয়া ৭০–৮০ জনের মধ্যে ১৬ জনকে পুলিশ আটক করে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর