Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একীভূতকরণ প্রক্রিয়ায় শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের পুঁজিবাজারে লেনদেন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৩:৪৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৫:২৩

ঢাকা: দুর্বল ও তারল্য সঙ্কটে ভুগতে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করায় পুঁজিবাজারে ব্যাংকগুলোর লেনদেন বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকগুলো হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বুধবার (৫ নভেম্বর) পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ডিএসই ও সিএসই’র ওয়েবসাইটে বলা হয়েছে, ৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেথিক ৫ ব্যাংকের শেয়ারের লেনদেন স্থগিত থাকবে। গত ৫ নভেম্বর (বুধবার) বাংলাদেশ ব্যাংকের দেওয়া চিঠি অনুযায়ী, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, ২০২৫ এর ১৫ ধারা অনুযায়ী ব্যাংকগুলোর কার্যক্রম অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে।

তথ্য মতে, ব্যাংকগুলোকে বিলুপ্ত ঘোষণা করে আমানতকারীদের পূর্ণ সুরক্ষা দেওয়া হলেও পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা হয়নি। ফলে ৫ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুরোধ রাখেনি বাংলাদেশ ব্যাংক।

তবে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকার বিভিন্ন খাতে আর্থিক প্রণোদনা দিয়ে থাকে। সে হিসেবে ক্ষুদ্র বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার বিষয়টি বিশেষ বিবেচনা করতে পারে সরকার।

প্রসঙ্গত, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্যানুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬৮.৭১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮.৯০ শতাংশ শেয়ার রয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫৩.৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.২০ শতাংশ শেয়ার রয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৮.৯০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৫.০৫ শতাংশ শেয়ার রয়েছে।

এক্সিম ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৭.৮০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯.২১ শতাংশ শেয়ার রয়েছে।

ইউনিয়ন ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.৬৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.৮৬ শতাংশ শেয়ার রয়েছে।

বিজ্ঞাপন

মেসির হাতে মায়ামি শহরের চাবি!
৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর