Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্পেশাল করেসপডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৫:৩১

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২০) নামের এক কলেজ ছাত্রসহ অপর একজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকার আব্দুল লতিফের ছেলে। সে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। নিহত অপরজনের নাম সাইফুল ইসলাম নয়ন (৪৫)। তিনি কাহালু উপজেলার রমজান আলীর ছেলে।

আহতরা হলেন-বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫)। আহত আরও দুইজনের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদের মৃত্যু হয়। আর নয়ন বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় পতিত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর