Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে পৃথক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৬:২৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৭:৩১

পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাসরিনকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহে পরকীয়ার জেরে পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় এক পুলিশ কনস্টেবল ও নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে, তারাকান্দায় গহনা ছিনতাইয়ের সময় এক নারীকে হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ এবং অতিরিক্ত-৪ এর বিচারক জয়নাব বেগম পৃথক এ রায় দেন।

জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বেঞ্চ সহকারি মামুন মিয়া জানান, ২০১৪ সালে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল সাইফুল। পরকীয়ার জেরে সাইফুলকে হত্যা করে লাশ গুম করতে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন আলাউদ্দিন ও নাসরিন।

বিজ্ঞাপন

এই ঘটনায় নিহত পুলিশ সাইফুলে মা মুলেদা বেগম কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহন, আইনজীবীদের তর্ক-বিতর্ক শেষে বিচারক অপরাধীদের উপস্থিতিতে এই আদেশ দেন।

এদিকে জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-৪ এর বেঞ্চ সহকারি আবদুল মালেক জানান, ২০২২ সালে তারাকান্দায় কুলসুম নামে এক নারীকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল ও দ্বীন ইসলাম স্থানীয়দের হাতে আটক হন।

এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রায়ে রুবেলকে মৃত্যুদণ্ড এবং দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর