রাজবাড়ী: জেলার কালুখালীতে রাসেল ভাইপার সাপের কামড়ে বাদশা শেখ নামে এক কৃষক মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাদশা ওই এলাকার মনির উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বাদশা সকালে বাড়ির পাশে একটি খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে রাসেল ভাইপার কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, ‘আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন।’