ঢাকা: শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকে নিয়োগ পাওয়া প্রশাসকেরা বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রথম দিন থেকেই নিজ কার্যালয়ে আসা শুরু করেছেন। এদিন তারা ব্যাংকগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একাধিক সভা করেছেন। পাশাপাশি কোনো কোনো প্রশাসক সারা দেশের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে অনলাইনে সভা করেছেন।
রাজধানীতে এসব ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে দেখা গেছে, শাখাগুলোয় গ্রাহকের তেমন কোন উপস্থিতি নেই। ফলে টাকা উত্তোলনের চাপও অনেক কম।
পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের এবং বাকি চারটি ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তারা দুজনেই বিগত সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন।
গতকাল বুধবার ব্যাংক পাঁচটিতে প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান। ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের আরেক পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।
তাদের সথে আরও চারজন করে কর্মকর্তা নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে পাঁচ ব্যাংকে মোট ২৫ কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন।
আজ সকালে বনানী ইউনিয়ন ব্যাংকের শাখা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গুলশান শাখা ঘুরে দেখা যায়, তেমন কোনো গ্রাহকের উপস্থিতি ছিল না । ব্যাংক দুটির কর্মকর্তারা জানান, সকালে কয়েক জন গ্রাহক টাকার জন্য এসেছিলেন। তাদের জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়েছে। এখন এটি সরকারি ব্যাংক। এরপর তারা ফিরে গেছেন।
এদিকে সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংকের গুলশান শাখায় কিছু গ্রাহক দেখা গেছে। ব্যাংক কর্মকর্তারা তাদের বোঝানোর চেষ্টা করেছেন, চিন্তা নেই, এখন তাঁদের আমানত নিরাপদ। যাদের জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন, তারা আগামী এক মাসের মধ্যে দুই লাখ টাকা পর্যন্ত টাকা ফেরত পাবেন।
এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার (০৫ নভেম্বর)। পাশাপাশি এমডির পদত্যাগ করতে বলা হয়েছে। ফলে প্রশাসকেরা এখন থেকে ব্যাংক পরিচালনা করবেন। তারা ব্যাংক পাঁচটি একীভূতকরণের উদ্যোগ নেবেন। এরপর এই পাঁচ ব্যাংক মিলে নতুন এক শক্তিশালী ব্যাংক হবে।