Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে পতন, বাড়ছে হতাশা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৭:২৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৮:৪০

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের চার কার্যদিবসের ন্যায় বৃহস্পতিবারও (০৬ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবসে সূচক কমেছে ১৬৪ পয়েন্ট। দেশের শরীয়াহভিত্তিক ৫ ব্যাংকের একীভূত হওয়া এবং শেয়ারের মূল্য শূণ্য ঘোষণার পর হতাশা দিয়ে বৃহস্পতিবারের লেনদেন শুরু হয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারধারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে বিনিয়োগকারীদের অভিযোগ। ফলে সব মিলে পুঁজিবাজারে হতাশা বিরাজ করছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৮ পয়েন্ট। গত বুধবার (০৫ নভেম্বর) এটি ৫ হাজারের নিচে নেমে এসেছে। এর আগে সর্বশেষ গত ৮ জুলাই ৫ হাজারের নিচে ছিল ডিএসইএক্স।

বিজ্ঞাপন

পাঁচ কার্যদিবসের পতনের মধ্যে বৃহস্পতিবার ৩২ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। সবমিলে সূচক কমেছে ১৬৪ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসই-তে ৪১৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের কার্যদিবসে ছিল ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৫ কোটি ৭০ লাখ টাকা বা ১৪ শতাংশ।

আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২টির বা ২৬.১৫ শতাংশ। আর দর কমেছে ২৫১টি বা ৬৪.৩৬ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ৯.৪৯ শতাংশের।

অপর দিকে সিএসই-তে বৃহস্পতিবার ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৫৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৫৯ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ২৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমেছিল।