ঢাকা: নিবন্ধনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মৌলিক বাংলা ও জনতার শক্তি নামে আরও দুই রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সামনে আগে থেকেই অনশন করছেন আম জনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তার পাশেই অবস্থান নিয়েছে ওই দুটি দল।
মৌলিক বাংলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য ছাদেক আহম্মেদ সজীব অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহযোগিতার থেকে অসহযোগিতাগুলো বেশি করেছে তদন্তের সময়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন ভবন এখনো আওয়ামী লীগ মুক্ত হয়নি। নিবন্ধন প্রক্রিয়ায় তাদের যে উদাসীনতা, স্বজনপ্রীতি এবং স্বেচ্ছাচারিতা তা স্পষ্টই মৌলিক বাংলাকে ২০১৭ সালের ন্যায় এবারো নিবন্ধন প্রক্রিয়া থেকে ষড়যন্ত্র করে ডিপস্টেটের পরামর্শে বঞ্চিত করা হচ্ছে।’
জনতার শক্তির আহ্বায়ক ওয়াকী আব্দুল্লাহ বলেন, ‘ইসি ঠিকমতো তদন্ত না করেই আমাদের দলকে নিবন্ধনের তালিকা বাদ দিয়েছে। তাই অবস্থাস কর্মসূচি পালন করছি।’ এ কর্মসূচি চলবে বলেও জানান জনতার শক্তির আহ্বায়ক ওয়াকী আব্দুল্লাহ।