Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২০:১৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ২১:২০

বাগেরহাট: সুন্দরবনের পশুর নদীতে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভেসে থাকা ৪২ জন যাত্রীকে দুইটি বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ নভেম্বর সকাল ৯টার দিকে সুন্দরবনের দুবলারচরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ শেষে দুইটি ইঞ্জিনচালিত বোট যাত্রী নিয়ে ফিরে আসছিল। সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বোট দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরবর্তীতে বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। খবর পেয়ে রাত ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ৪২ জন যাত্রীকে বোটসহ নিরাপদে উদ্ধার করে জয়মনির ঘোল ঠোডা জেটিতে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর