Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রানা, সম্পাদক জুয়েল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২০:১২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ২১:২০

সভাপতি মো. মাসউদুল করিম রানা ও সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মো. মাসউদুল করিম রানা, সিনিয়র সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সেচ ভবনের বিএডিসি অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৭ মেয়াদে কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির নির্বাচিতরা অন্যান্যরা হলেন- সহসভাপতি (ঢাকা অঞ্চল) মর্তুজা সিদ্দিকী, সহসভাপতি (চট্টগ্রাম অঞ্চল) মো. বেলাল হোসেন, সহসভাপতি (রাজশাহী অঞ্চল) ইমরান সহসভাপতি (সিলেট অঞ্চল) এস এম রাকিবুল ইসলাম, সহসভাপতি (খুলনা অঞ্চল) আসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল বিন হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমানসহ ২৩ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

পরে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

এর আগে, ‘৪র্থ শিল্প বিপ্লবে স্মার্ট ইরিগেশন বাস্তবায়নে বিএডিসি’র ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান, বিশেষ অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন, বিএডিসির সদস্য পরিচালক (সেচ) ও যুগ্ম সচিব, মো. ইউসুফ আলী, বিএডিসি প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার।