নীলফামারী: দারিদ্র্য ঘোচাতে ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে নীলফামারীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৫ শিক্ষার্থীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) জেলা কার্যালয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে মেশিনগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান।
গৌতম চন্দ্র বনিক জানান, নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র ৫ শিক্ষার্থীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে শহরের বিভিন্ন শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক। ফিল্প সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু ও পরিতোষ চন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন।