সিলেট: স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বড়লেখা সদর ইউনিয়নের ছিগামহল গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪ শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বড়লেখা উন্নয়ন ফোরামের আয়োজনে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন ফোরামের চেয়ারম্যান আব্দুর রহমান শাহীন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ শিবিরে চিকিৎসকরা দিনব্যাপী রোগী দেখেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
চিকিৎসকরা জানান, ৪ শতাধিক রোগীর মধ্যে শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা, পিসি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রিয়াজ উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, বিশিষ্ট লেখক ও উপদেষ্টা জয়নাল আবেদীন তাপাদার, প্রবাসী ব্যক্তিত্ব আব্দুর রহিম, এডভোকেট গিয়াস উদ্দিন মজনু, হাফিজ জয়নাল আবেদীন, আব্দুর রহমান বকুল, কামাল আহমেদ, ইমরান আহমেদ, জুবায়ের আহমেদ শামীম ও শাহীন খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আতাউর রহমান।
আয়োজকরা জানান, আমরা দিনব্যাপী চক্ষু শিবিরে প্রায় চারশত মানুষের চক্ষু সেবা দিয়েছি। রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের চোখের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।