Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ০০:৫২

ঢাকা: আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল । আগামী ১০ থেকে ১৩ নভেম্বর তাদের ঢাকা সফর করার কথা আছে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের কারণ মূল্যায়নে তাদের এই ঢাকা আগমন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এলডিসি থেকে উত্তরণ নি‌য়ে ব্যবসায়ীদের ম‌ধ্যে উদ্বেগ র‌য়ে‌ছে। এখনই এলডিসি থেকে উত্তরণের প‌ক্ষে নয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশঙ্কা-এলডিসি থেকে বেরিয়ে গেলে রফতানি খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রফতানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জানান, জাতিসংঘের স্বল্পোন্নত দেশ-বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করার কথা র‌য়ে‌ছে। এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের প্রেক্ষাপটে তা‌দের এই সফর। তারা পরিস্থিতি সরেজমিন মূল্যায়ন করবেন।

পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর