গুঞ্জনটা ছিল বেশ আগে থেকেই। অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করল আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, ডি পলরা জায়গা পেলেও এই স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের।
কিন্তু কেন এমিকে বাদ দিলেন কোচ স্কালোনি? ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে তরুণ কিপারদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমির পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই কিপার জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।
ব্যস্ত সূচির কারণে স্কোয়াডে রাখা হয়নি আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনাকে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে।
অভিজ্ঞদের মধ্যে মেসির সঙ্গে স্কোয়াডে আছেন রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস ও জিওভান্নি লো সেলসোরা।
আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি