পেশাদার ক্রিকেট ছেড়েছেন বহু আগেই। দুই ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না অবশ্য এখনো যুক্ত আছেন ক্রিকেটের সঙ্গেই। এবার বড় এক অভিযোগে বিপাকে পড়লেই এই সাবেক দুই তারকা ক্রিকেটার। জুয়ার অ্যাপে বিজ্ঞাপন প্রচারের দায়ে জব্দ করা হয়েছে ধাওয়ান-রায়নার সম্পদ।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধাওয়ান ও রায়নার মালিকানাধীন মোট ১১ কোটি ১৪ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে জুয়া সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেট-এর সঙ্গে সম্পৃক্ত অর্থ পাচার তদন্তে ধাওয়ানকে তলব করেছিল দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অ্যাপের বিজ্ঞাপন প্রচার ও অর্থ পাচার মামলার তদন্তের স্বার্থে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে সংস্থাটি।
ইডি দীর্ঘদিন ধরেই জুয়ার অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে। যারা এ ধরনের অ্যাপের প্রচার করছিলেন বা বিজ্ঞাপনে অংশ নিচ্ছিলেন, তাদের বেশির ভাগকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সংস্থাটি এবারই প্রথম ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল।
ওয়ানএক্সবেট–এর কাছ থেকে ধাওয়ান-রায়না চুক্তি বাবদ টাকা না নিলেও অন্য সুবিধা নিতেন। রায়নার নামে ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচুয়াল ফান্ড কেনা হয়েছিল আর ধাওয়ানকে দেওয়া হয়েছিল ৪ কোটি ৫০ লাখ রুপির সম্পত্তি। এসব অর্থ এসেছিল ওয়ানএক্সবেট–এর প্রচারণার কারণেই। ইডি এই লেনদেনকে অবৈধ হিসেবে বর্ণনা করেছে।
সাকিব আল হাসানও এই বছর কয়েক দফা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে ওয়ানএক্সবেট-এর বিজ্ঞাপন প্রচার করেছেন।