Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ১৬:৩৬

বেগমগঞ্জ মডেল থানা।

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত মাছের আড়তে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত যুবকের বয়স ৩০-৩৫ হবে। তবে মরদেহটি কার তা এখনো জানা সম্ভব হয়নি। আমরা নিহতের পরিচয় বের করার চেষ্টা করছি। নিহতের শরীরে ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যু হতে পারে এমন কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর