Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৮:০৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ২০:০৭

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত বলে কিছু থাকবে না। যা নিয়ে ঐকমত্য হয়েছে, সেটিই জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে বাস্তবায়িত হবে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা অ্যাকাডেমির কবি শামসুর রাহমান সম্মেলনকক্ষে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। খুব দ্রুত সময়ে সনদের আইনি ভিত্তি তৈরি করে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া দরকার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’

এনসিপি আহ্বায়ক আরও জানান, আগামীর সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। সেই সংসদে শিক্ষক, তরুণ, নারী, আলেম, সংখ্যালঘু ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ইউটিএফের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শামীম হামিদী। ঘোষণাপত্র পাঠ করেন সিরাজুল ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের আগামী সংসদে থাকা উচিত। জনগণের ইচ্ছাই হবে জুলাই সনদের চূড়ান্ত রূপ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর