ঢাকা: অন্তর্বর্তী সরকার নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচনের পরিবেশ বানচালের ষড়যন্ত্র করছে।”
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দলের বর্ণাঢ্য র্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “৫০ বছর আগে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেছিলেন এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি ও বেসরকারিখাতে বিনিয়োগের পথ উন্মুক্ত করেছিলেন—যার ভিত্তিতে দেশ আজও এগিয়ে চলছে।”
‘জুলাই সনদ’ প্রসঙ্গে ফখরুল বলেন, “দীর্ঘ সাত মাস আলোচনা শেষে যে ঐকমত্যে পৌঁছানো হয়েছিল, উপদেষ্টা পরিষদ এখন সেটি উপেক্ষা করছে। বিশেষ করে নোট অব ডিসেন্ট সম্পর্কিত আপত্তিগুলো মানা হচ্ছে না। এটি জনগণের সঙ্গে প্রতারণা।”
তিনি আরও বলেন, “যে অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তারাই এখন এমন পরিবেশ তৈরি করছে যাতে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়। যারা গণভোটের চাপ দিচ্ছে, তারাও একই ষড়যন্ত্র করছে।”
বিএনপি মহাসচিব তরুণ ও নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ স্মরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ, এই নির্বাচনে আমরা অংশ নেব এবং জয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়ব।”