লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি একজন ইসলামী দলের বক্তার বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, একটি দেশে নির্বাচন হলে সেখানে পক্ষে-বিপক্ষে রাজনৈতিক আদর্শভিত্তিক অবস্থান থাকবেই। তবে, যার যার আদর্শকে ধারণ করে কথা বললে, সেই আদর্শের মধ্যে ‘নো হাংকি পাংকি’ থাকতে পারে না। এটা রাজনৈতিক ভাষা নয়।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘‘একজন ইসলামী দলের বক্তা গতকালকে যে বক্তব্য রেখেছেন, জনগণ এই বক্তব্যটা পছন্দ করেননি। একটা দলের নায়েবে আমির, দায়িত্বশীল লোক, কিভাবে বলে ‘নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা কি সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়?।’’
এ্যানি আরও মন্তব্য করেন, ‘এই রাজনৈতিক নেতৃত্ব যদি এই ধরনের কথা বলে, সাধারণ মানুষের উপহাস ও অবজ্ঞা করা ছাড়া আর কিছু থাকে না।’
তিনি বলেন, ‘রাজনীতি অভিজ্ঞতার ব্যাপার। মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন, উনি একসময় ছাত্র রাজনীতি করেছেন, ডাক্তার, সেইভাবেই কথা বলবেন, কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না, এখন পর্যন্ত পাইনি।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘জামায়াতে ইসলামীর এই ভয়েস আমাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি।’
জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।