ঢাকা: দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যবসায়ীসহ সকল পেশা ও শ্রেণির মানুষকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর কাওরান বাজারে হাতিরঝিল জোন জামায়াত আয়োজিত ‘সাইফুল আলম খান মিলন সমর্থক গোষ্টি’র ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, ‘এ জমিন আল্লাহর। এখানে আইনও চলবে আল্লাহর। মূলত, আমাদের সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য মানুষের তৈরি আইনের পরিবর্তে সকল ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে।’
মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘যারা দেশে ফ্যাসিবাদের নতুন ভার্সন প্রতিষ্ঠা করতে চায় মূলত তারাই সংস্কার, জুলাই সনদ ও গণভোটের বিরোধীতা করছে। তাই তারা সংস্কারে না, সনদে না ও গণভোটে নাসহ সকল কিছুতে না বলার অপসংস্কৃতি চালু করেছে।’
তিনি বলেন, ‘যারা সংস্কারের বিরোধীতা করছেন, তারা দেশে চাঁদাবাজী, টেন্ডারবাজী, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি অব্যাহত রাখতে চায়।’
তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘কাউকে চাঁদা না দিয়ে চাঁদাবাজদের বেঁধে রেখে জামায়াতকে খবর দেবেন। আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।
তেজগাঁও থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা হেমায়েত হোসাইন, নূরুল ইসলাম আকন্দ, কলিম উল্লাহ, আবু সাইদ মণ্ডল ও হাফেজ আহসান উল্লাহ প্রমুখ।