লালমনিরহাট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, মজমুল হক প্রামানিক,সাহেদুল হক পাটোয়ারী, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিসসহ, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
সভা শেষে বর্ণাঢ্য র্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিশন মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরে পাবার আন্দোলনের প্রতীক। বিপ্লব ও সংহতির আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।‘