Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: সাচিংপ্রু জেরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ২১:২৯

বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি

বান্দরবান: বান্দরবান ৩০০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী বলেছেন, বান্দরবানে শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন, এখানে বিভাজনের কিছু নেই। শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাচিং প্রু জেরী বলেন, ‘বান্দরবানে শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসন, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় যে সম্প্রীতির বান্দরবান গড়ে উঠেছে, সেটির ধারাবাহিকতা রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বান্দরবানকে শুধু পর্যটন নগরী নয়, পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে এবং বান্দরবানে সকল জাতিসত্ত্বাকে নিয়ে সাম্প্রদায়িক-সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে চাই আমরা। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য বান্দরবানবাসী ও রাজপরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, মশিউর রহমান মিঠুন, মজিবুর রশিদ, জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিজ্ঞাপন

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর