ঢাকা: রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, “সোহাগী বেগম ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
মৃত সোহাগী চাঁদপুরের শাহারাস্তি উপজেলার কিশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি ইসলামবাগে স্বামী মো. সোহেল ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ঘটনার সময় স্বামী সোহেল দোকানে ছিলেন। বিকেলে দুই সন্তানকে দোকানে পাঠিয়ে দরজা বন্ধ করেন সোহাগী। পরে সন্তানরা ফিরে এসে দরজা না খুললে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেলের কাছে এলাকার অনেকেই টাকা পেতেন এবং এ নিয়ে হুমকির ঘটনাও ঘটত। এসব বিষয় নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।