বগুড়া: জেলার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার নশরৎপুরের দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুনির্দিষ্ট আইনি অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয় বুলবুলিকে।
জানা যায়, কয়েকদিন আগে বিড়ালের গলা কেটে হত্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে বিড়ালের প্রতি এমন নির্মমতার প্রতিবাদে সরব হয় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ ঘটনায় গত ৫ নভেম্বর আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন। এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে সেই বিড়াল হত্যাকারী বুলবুলিকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এই চেতনা ধারণ করে দেশের সব মানুষকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেষ্ট হতে হবে।