রাজবাড়ী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ৫ আগস্টের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পুনর্গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। যারা দূরে আছেন, তাদের বলছি, আর নয় দূরে থাকা, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভালো একটা ফ্রি-ফেয়ার নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে সময়ের দাবি জানিয়ে খৈয়ম বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভালো নেই। যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে, দেশ শান্ত হবে না। আমি আশা করি, বিভিন্ন মহলের ষড়যন্ত্র উপেক্ষা করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন না হলে দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ কারও হাতে থাকবে না।
তিনি বলেন, বাংলাদেশে নানা ষড়যন্ত্র চলছে। এই সংকটময় সময়ে দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমাদের নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সেটি না হলে রাজনীতির জটিল পরিস্থিতিও কাটবে না।
সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত। ভারত কখনোই চায়না বাংলাদেশ সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক ধারায় চলুক। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে বিরাজ করুক, এটা ভারত কখনোই চায়না। ১৯৪১ সালের পর থেকেই ভারতের একটা প্রবণতাই হচ্ছে এই বাংলাদেশকে, এই ভূখন্ডকে কিভাবে তার নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টা করেছে। আর এই নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ভারত আওয়ামী লীগকে বেছে নিয়েছে উত্তম বন্ধু হিসেবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত এমন কোন ঘৃণ্য কাজ নেই যা করেনি।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব হয়েছিল, তা আমাদের অনুপ্রেরণার উৎস। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই চেতনায় এগিয়ে যেতে হবে।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট কে এ বারী, সাবেক যুগ্ম সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুব দলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমীন আক্তার প্রিয়াসহ অনেকেই।