Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৪:২৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৪:২৭

দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টার পর আগুন আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে টঙ্গী, উত্তরা এবং গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের সাতটি ইউনিট।

শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় একটি টিনশেড তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, আগুন লাগার খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের সাতটি ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। বিকেল দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

তবে, আগুন পুরোপুরি নেভানোর কাজ এখনো চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ‘আমাদের সদস্যরা এখনো ঘটনাস্থলে কাজ করছেন। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।’

আরও পড়ুন: টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামের ভেতরে থাকা তুলা ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গুদাম থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর