Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে জাল নোট রুখতে যাত্রীদের তল্লাশি বাড়তি সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৬:১৮ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৮:৩০

-ছবি : সারাবাংলা

দিনাজপুর (হিলি): সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে জাল নোটের প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাড়তি সতর্কতা জারি করেছে।

শনিবার (০৮ নভেম্বর) দুপুরে এই বাড়তি সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, জাল নোটের প্রবেশ ঠেকাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এর অংশ হিসেবে সীমান্তের চেকপোস্টগুলোতে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী বৈধ পাসপোর্ট যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে, যাতে তারা ভারত থেকে কোনো বাংলাদেশি জাল টাকা দেশে আনতে না পারে।

তিনি দৃঢ়তার সাথে বলেন, বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

সারাবাংলা/এসআর