Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৭:৩৫

ককটেলসহ আটক দুইজন। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে আট পিস অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে নলবুনিয়াকান্দি মাদরাসার পাশ থেকে ওই ককটেলসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-নলবুনিয়াকান্দি গ্রামের ইব্রাহিম খানের ছেলে মো. মামুন খান (৪০), অপরজন একই গ্রামের মো. তাজু মোল্যার ছেলে মো. বাবু মোল্যা (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুইটি প্লাস্টিকের বালতি তল্লাশি করে সেটির ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পান এলাকাবাসি। তারা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে এবং দুইজনকে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, আট পিস অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং আসামিদ্বয় বর্তমানে থানাহাজতে রয়েছেন।

সারাবাংলা/জিজি