রাজবাড়ী: ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইডিইবির রাজবাড়ী জেলা শাখার দফতর সম্পাদক ওহিদুজ্জামান সোহানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মেহেদি মিল্লাত, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক রায়হান উদ্দীনসহ অনেকেই বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ‘১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। প্রতিষ্ঠার পর থেকে দিনটি সারাদেশে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও সেই লক্ষ্য অর্জিত হয়নি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
তারা বলেন, ‘প্রযুক্তির ক্রমবিকাশ ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, কৃষিজমি ও নদনদী রক্ষা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইডিইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।