Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদের উত্থান আর সম্ভব নয়: নওশাদ জমির

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৯:৩৭

বক্তব্য দিচ্ছেন নওশাদ জমির। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, ‘কেউ কেউ বলছেন আগামী ১০-১৩ নভেম্বর নাকি বাংলাদেশ অচল করে দেবে। এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে গত বছর একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি, সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে। আমি বিশাস করিনা এমন কিছু আর বাংলাদেশে করা সম্ভব যাতে করে আবার ফ্যাসিবাদের পুনরুত্থান হবে।’

শনিবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পঞ্চগড়-১ আসনের অর্ন্তভূক্ত ২৩টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আসনভিত্তিক তৃণমূল প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্য এত রক্ত দিয়েছে এবং এত বছর ধরে সংগ্রাম করেছে। কাজেই আমি বিশ্বাস করি আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা গণতন্ত্রকামী দেশ হিসেবে নিজেদেরকে সারাবিশ্বের সঙ্গে পরিচিত হব। কাজেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ রুদ্ধ করতে পারবে বলে বিশ্বাস করিনা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, এবার পারবে ইনশাল্লাহ। এবার আমাদের প্রচারণাতে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। পঞ্চগড়ের চা শ্রমিকদের জন্য কাজ করছি। চা শ্রমিকরা ৫ তারিখের আগে চায়ের দাম পেত না, এখন পাচ্ছে। আমরা পঞ্চগড়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো।’

সভাং অন্যান্যদের মধ্যে ব্যারিস্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আব্দুল মজিদ, সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাড. রিনা পারভীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের ঐক্য ও সক্রিয়তা অপরিহার্য।

সভায় পঞ্চগড়-১ আসনের ২৩টি ইউনিয়নের বিএনপি ও বিএনপির মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর