Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৯:২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো জনগণের ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও জনগণের প্রতি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠাই এখন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। তিনি সতর্ক করে বলেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিএনপি নেতা আরও বলেন, অতীতে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, এখন পতিত ফ্যাসিবাদী শক্তিও একইভাবে গুপ্ত কৌশলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে পারে—সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের কিছু সঙ্গীর ভূমিকা কখনো কখনো আমাদের অনেকের অধিকার ও সুযোগকে বিনষ্ট করছে।” তিনি পতিত ও পলাতক অপশক্তিকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে বাঁচার অন্যতম উপায় হলো ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা।”

বিএনপি একটি শান্তিকামী, সহনশীল ও গণমুখী দল উল্লেখ করে তারেক রহমান বলেন, “ভিন্ন দল ও মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতি।”

আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে স্বল্প আয়ের মানুষদের জন্য ৫০ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এ লক্ষ্যে তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান।

বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বন্ধন আমাদের রাষ্ট্র ও সমাজের সৌন্দর্য। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে—কারও বেশি বা কম নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেন। হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো বিএনপি নেতাদের মাধ্যমে তারেক রহমানের কাছে তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সদস্যসচিব কপিল কৃষ্ণ মণ্ডল, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হিন্দু ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারসহ অনেকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর