বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইকসহ আরও পাঁচটি অটোরিকশা, হত্যায় ব্যবহৃত ধারালো বার্মিজ চাকু, রশি ও রক্তমাখা হাফপ্যান্ট উদ্ধার করা হয়।
গ্রেফতার যুবকরা হলেন-মো. ফিরোজুর রহমানের ছেলে মো. সজিব ওরফে ছোট সজিব (১৯) এবং মো. মাসসুদ হক মণ্ডলের ছেলে মো. সজিব ওরফে বড় সজিব (২১)।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে শাজাহানপুর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তফা মঞ্জুর। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান, ডিবির এসআই আরিফ হোসেন, এসআই ফজলুর রহমান প্রমুখ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে নিহতের লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষী মো. সোহেল রানার কাছ থেকে। তিনি ফোনটি ছোট সজিবের কাছ থেকে ৬০০ টাকায় কিনেছিলেন। এই সূত্র ধরে শনিবার পুলিশ ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
এর আগে, গত ৪ নভেম্বর বিকেলে শাজাহানপুরের খলিশাকান্দি গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বগুড়া পৌরসভার সুলতানগঞ্জ এলাকার তুতবাগান সংলগ্ন স্থানে রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মাবিয়া সুলতানা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।