বগুড়া: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন। এই দুটি আসনসহ অন্য আসনেও দলের চেয়ারপারসন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই হেভিওয়েট এই দুই নেতার সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা প্রার্থী না দিলে আপনাদের দলের ক্ষতি হবে না।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা আরো বলেন, ম্যাডাম আপনাদের পাশে বসিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। তাই তার সম্মানে তিনটি আসনে আপনারা প্রার্থী দিবেন না। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনেও প্রার্থী দেবেন না। এতে আপনাদের দলের ক্ষতি হবে না। একই সঙ্গে খালেদা জিয়া ও দলের সিনিয়র নেতাদের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষনা দেওয়ায় নবগঠিত এনসিপির নেতৃত্বের প্রশংসা করেন লালু।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কালাম আজাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বিএফইউজে’র নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, প্রবীন সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদি, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার, আবুল কালাম আজাদ প্রমুখ।